22 July 2016

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উত্তর(২)

৪১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৪২.এক পাউন্ড সমান কত কেজি?
উ:  . ৪৫ কেজি।
৪৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৪৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৪৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৪৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৪৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৪৮.UPVC  এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।

PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৪৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৫০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।

21 July 2016

সিভিলটেক : সিভিলটেক : সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর

সিভিলটেক : সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর

সিভিলটেক : সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর :

৩১.মোজাইক চিপস এর আদর্শ সাইজ কত?
উ:১০ মিমি
৩২.টাইলস এর কাটপিস সর্বনিম্ন কত দেয়া যাবে?
উ:১.৫" দেয়া যাবে।।
৩৩.সুপার এলিভেশন এর সূত্রটি কি?
উ: E = v2/15R - f
৩৪.ক্যান্টিলিভার বিমে ম্যাক্সিমাম শিয়ার হয় কোথায়?
উ: সাপোর্টে
৩৫.রোলার, হিঞ্জ ও ফিক্সড সাপোর্টে কয়টি রিএকশন হয়?
উ: Respectively (যথাক্রমে) ১টি, ২ টি ও ৩ টি।
৩৬.ব্লিল্ডিং এ কত প্রকারের লোড আসতে পারে?
উ: Gravity load, Dead load, live load, snow load, Lateral load, wind load, earth pressure.
৩৭.বিম এর মোমেন্ট কোথায় বেশি হয়?
উ: সিম্পলি সাপোর্টে মিডল এ আর ধারবাহিক বিমে সাপোর্টে বেশি হয়।
৩৮.Crank কোথায় হয়?
উ: Continuous slab/beam এ l/4 and discontinuos slab/beam এ l/7 এ করা হয়।
৩৯.কোন ম্যাপের সাহায্যে ভুমির অবস্থান উচু নিচু নির্ণয় করা হয়?
উ: কন্টুর ম্যাপ।
৪০.ড্যাটাম কি?
উ: ইহা একটি নির্দিষ্ট তল, যার সহিত সম্পর্ক করে ভূপৃষ্টের বিভিন্ন স্থানের উচ্চতা নিরুপণ করা হয়।

26 June 2016

জ্যামিতি ক্যালকুলেশন এর জন্য এপস

আজকে এপস এর সাথে পরিচয় করিয়ে দুচ্ছি যার মাধ্যমে নিচের কাজ গুলো করতে পারবেন -

PLANE GEOMETRY
Annulus, circle, circle sector, circle segment, lines and
points, parabola, parallelogram, polygon, quadrilateral,
rectangle, rhombus, square, trapezoid, triangle, unit
circle, vectors
* SOLIDS
Cone, frustum cone, cylinder, parallelepiped, prism,
pyramid, frustum pyramid, sphere
* CONVERSIONS
Area, currency, degrees and radians, length, scale,
speed, time periods, time units, volume
* FINANCE
Annuity loan, annuity savings, currency conversion,
future value, percentage, value added tax
* Numbers & Algebra
Addition - long, binary numeral system, divisibility rules,
division – long, exponents, fractions, linear equation,
multiplication – long, order of operations, parentheses,
quadratic equation, roman numerals, roots, sets of
numbers, simplification, subtraction –long
* Functions
Exponential functions, inversely proportional function,
linear function, power function, proportional function,
quadratic function
* Probability & statistics
Binomial distribution, charts, combinatorics,
observations, probability, set theory
* Tables
Fractions / least common denominator, multiplication
10x10, multiplication 12x12, multiplication 20x20
* Math games
Multiplication game, order of operations game

ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=com.mathinary

24 June 2016

23 June 2016

2012-13 সেশনের পদার্থবিদ্যার প্রশ্নপত্র (৪০ মার্কস)


  1. 10 N এর একটি বল  2 KG  ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে । যদি ৫ সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম হইতে ১২ সেকেন্ড পর কত দূরে যাবে?06
  2. একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ ৪৫০ মিটার এবং রেল লাইনের মধ্যবর্তী ডিসট্যান্স ১ মিটার।  প্রয়োজনীয় ঢালের জন্য৭৫ কিমি/ঘন্টা  বেগে চলন্ত রেলগাড়ির জন্য বাইরের রেললাইন ভিতরের রেল লাইন অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে?06
  3. একটি লিফটের ছাদ হতে একটি সরল দোলক ঝুলানো আছে।  লিফট চলার সময় এই দোলকের দোলনকাল লিফটের স্থির  অবস্থানের তুলনায় যদি অর্ধেক হয়, লিফটের ত্বরণের মান ও দিক নির্ণয় কর।06
  4. কাজ শক্তি উপপাদ্য বর্ণনা কর এবং উহা প্রমাণ কর।06
  5. 2*10^8 Nm-2  চাপে সিসার ঘনত্ব কত হবে? সীসার স্বাভাবিক ঘনত্ব   11.4 gm/cc  . এবং      সীসার আয়তন গুণাংক 80*10^10 Nm-2 ।06
  6. শ্রেণী ও সমান্তরাল সমবায়ে সংযুক্ত দুইটি পরিবাহীর তুল্য রোধ যথাক্রমে ৪০ ওহম ও ৭.৫ ওহম। প্রতিটি পরিবাহীর রোধ বের কর।06
  7. সঠিক উওরে টিক সাইন দাও - (1×4=4)
i.95 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে মুল তড়িৎ প্রবাহের ৫% চালনা করতে চাইলে গ্যালভানোমিটারে প্রান্ত দয়ের সাথে কত মানের সান্ট ব্যবহার করতে হবে?
 a.5 Ohm b.k ohm c.2 Ohm d. .2 Ohm

           ii.একজন ব্যক্তি ৫০সেমি নিকটের কোন কিছু পরিষ্কার দেখতে পান না।  তিনি  ২৫ সেমি ডিসট্যান্স এর কোন কিছু পরিষ্কার দেখতে চাইলে কত কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
a. + 2D b.+5D C. -.5D d.-0.2 D

           iii.1 rad/sec কৌণি ক বেগের মান ডিগ্রি তে কত হবে?
a.60 b.33 c.57.3 d.53.70
            iv. 10^ 8 N/ mm2 পীড়নের ফলে একটি তারের দৈঘ্য 10^-3 m বৃদ্ধি ঘটে। তারটির ইয়ং এর গুণাংক কত?
a. 10^5 n/m2
b.10^-11 n/m2
c.10^11 n/m2
d.10^-5 n/ m2

{ প্রশ্নের পাশে মার্ক দেওয়া হয়েছে}

খুব সহজেই শিখুন অটোক্যাড (পর্ব-০২)

03. Autocad Basic Training (Line & Poly Line Tool)


04. Autocad Basic Training ( Rectangle
, Polygon)


চলবে...

21 June 2016

Slump test করবেন যেভাবে

কংক্রটের কার্যোপযোগিতা নির্ণয়ের জন্য slump test করা হয়। এই টেস্ট করবেন নিচের ধাপগুলো অনুসরণ করে-

  • ফ্রাস্টম আকৃতির কোণক ব্যবহার করতে হবে। যার তলার ব্যাস ৮", উপরের ব্যাস ৪" এবং উচ্চতা ১২" হবে।
  • কোণকটিকে একটি স্টীল পাতের উপর বসাতে হবে।
  • তারপর এর মধ্যে তিনস্তরে কংক্রিট ভর্তি করে #৫ রডের সাহায্যে ২৫ বার শিলাতে /গাঁথাতে হবে ।
  • তারপর কোণকের হাতল দুইটি ধরে কোণকটি কে আস্তে আস্তে উপরে তুলতে হবে।
  • কোণকটি উপরে তোলার পর কংক্রিট খানিক টা নিচে নেমে যায়। এই পতনের গভীরতার মান টাই স্লাম্প।
কাজের ধরণ অনুযায়ী স্লাম্প এর মান বিভিন্ন রকমের হওয়া উচিত। যেমন'-


সড়ক,পাইল, ভাইব্রেটেড কংক্রীট   ০-১ সেমিসেমি
সড়ক ভিত্তি ১-২ সেমি
ছাদ, কলাম, বিম, দেওয়াল, আর.সি.সি- ২-৪সেমি।

আরো ক্লিয়ার হওয়ার জন্য নিচের ভিডিও টা দেখতে পারেন-
Slump test

ভর্তি পরীক্ষায় আসার উপযোগী কিছু Translation

  1.  সততাই সর্বোৎকৃষ্ট পন্থা = Honestry is the best policy.
  2. সে সাতার কাটতে জানে = He knows how to swim.
  3. তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব=We shall be waiting for you until you come. 
  4. তোমার ভাই কি গতকাল স্কুলে যায়নি= Didn't your brother go to school yesterday. 
  5. কোন কলমটি তোমার=  Which pen is yours?
  6. সে মিথ্যাবাদী, তাই নয় কি?= He is a liar,isn't he?
  7. আজ বড় ঠান্ডা,তাইনা?= It is very cold today, isn't it?
  8. তিনি সৎ নন, তাইনা?= He is not honest, is he? 
  9. আমি কাজটি করিনি, নয় কি?= I have not done the work, have I?
  10. আমার যদি পাখির মত ডানা থাকত!= Had I the wings of a bird! 
  11. আমি যদি লক্ষপতি হতাম!= If I were a millionaire!
  12. পাখিটি কি সুন্দর!=How fine the bird is!
  13. ছি!ছি! কি শরমের কথা=Fie!fie! What a shame speak! 
  14. দয়া করে এক গ্লাস পানি দিন=please, give me a glass of water. 
  15. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ= Bangladesh is a developing country. 
  16. টাইটানিক তার প্রথম যাত্রায় ডুবে গেল= The Titanic went down on her first voyage. 
  17. জাপানীরা পরিশ্রমী জাতি= The japanese are an industrious nation.
  18. আন্দামান একটি দ্বীপপুঞ্জ= The Andamans are a group of islands. 
  19. শিশুরা মিষ্টি প্রিয়=Children are fond of sweets. 
  20. গরীবেরা দিন আনে দিন খায় = The poor live from hand to mouth.

" Optimum DUET admission Guide " থেকে সংকলিত