21 June 2016

Slump test করবেন যেভাবে

কংক্রটের কার্যোপযোগিতা নির্ণয়ের জন্য slump test করা হয়। এই টেস্ট করবেন নিচের ধাপগুলো অনুসরণ করে-

  • ফ্রাস্টম আকৃতির কোণক ব্যবহার করতে হবে। যার তলার ব্যাস ৮", উপরের ব্যাস ৪" এবং উচ্চতা ১২" হবে।
  • কোণকটিকে একটি স্টীল পাতের উপর বসাতে হবে।
  • তারপর এর মধ্যে তিনস্তরে কংক্রিট ভর্তি করে #৫ রডের সাহায্যে ২৫ বার শিলাতে /গাঁথাতে হবে ।
  • তারপর কোণকের হাতল দুইটি ধরে কোণকটি কে আস্তে আস্তে উপরে তুলতে হবে।
  • কোণকটি উপরে তোলার পর কংক্রিট খানিক টা নিচে নেমে যায়। এই পতনের গভীরতার মান টাই স্লাম্প।
কাজের ধরণ অনুযায়ী স্লাম্প এর মান বিভিন্ন রকমের হওয়া উচিত। যেমন'-


সড়ক,পাইল, ভাইব্রেটেড কংক্রীট   ০-১ সেমিসেমি
সড়ক ভিত্তি ১-২ সেমি
ছাদ, কলাম, বিম, দেওয়াল, আর.সি.সি- ২-৪সেমি।

আরো ক্লিয়ার হওয়ার জন্য নিচের ভিডিও টা দেখতে পারেন-
Slump test

No comments:

Post a Comment