13 June 2016

দ্রাব্যতার উপর সময়ায়নের প্রভাব

যেকোনো যৌগের দ্রাবতার উপর সম আয়ন প্রভাব বিদ্যমান।উদাহরন হিসেবে বলা যায়,একটি যৌগ NaNO3 যা পানিতে দ্রবীভূত হয়ে Na+ এবং NO3- আয়ন দেয়।এখন এই দ্রবণে যদি সম আয়ন(NO3-)বিশিষ্ট যৌগ AgNO3 দ্রবীভূত করা হয়,তবে Ag+ এবং NO3- আয়ন উৎপন্ন হবে।তার মানে এখন এই দ্রবণে
NO3- আয়নের পরিমান আগে যা ছিল,এখন বেড়ে গেল।এখন কিছু পরিমান NO3- দ্রবণের Na+ এর সাথে নতুন করে NaNO3 উৎপন্ন করে,যা দ্রবণে অবিযোজিত থেকে যায়।সুতরাং দ্রবণে AgNO3 মিশানোর পর NaNO3 এর দ্রাবতা কমে গেল।অর্থাৎ,সম আয়ন বিশিষ্ট
যৌগ দ্রবণে মিশালে পূর্বযৌগের দ্রাবতা কমে যায় (অর্থাৎবিযোজন
মাত্রা হ্রাস পায়) । এটি দ্রাবতার উপর সম আয়ন প্রভাব।===এবার সজ্ঞা দেখে নাও এবং
মিলিয়ে নাও উপড়ের অংশের সাথে====
===সম-আয়ন(Common-ion):===
যদি কোন একটি আয়ন দ্রবণে দুইটি
তরিৎ-বিশ্লেষ্যের বিযোজনেরফলে উভয় তড়িৎ-বিশ্লেষ্য
ে হইতেউৎপন্য হয়,তবে ঐ বিশেষ আয়নকে সম-আয়ন বলে।
এখানে NaNO3 থেকে দ্রবণে NO3-এবং AgNO3 থেকেও দ্রবণে NO3-পাওয়া যায় সুতরাং NO3- সম-আয়ন।
===সম-আয়ন প্রভাব===
"সাধারণত কোন মৃদু তড়িৎ-
বিশ্লেষ্যের(এখানে NaNO3 ) দ্রবণে উহার যেকোন একটি আয়ন(সম-আয়ন )বিশিষ্ট অন্য একটি তীব্র
তড়িৎ-বিশ্লেষ্য(এখানে AgNO3 )যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটির (এখানে NaNO3 এর) বিযোজন মাত্রাযথেষ্ট পরিমান হ্রাস পায় ।একে সম-আয়ন প্রভাব বলে।"

No comments:

Post a Comment