18 June 2016

টাইলস করার পদ্ধতি

নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে -

  1. প্রথমে ইলেকট্রিক্যাল এর কাজ সম্পন্ন করতে হবে
  2. ফ্লোরকে চিপিং করতে হবে ।
  3. পাইপ দিয়ে ওয়াটার লেভেল ঠিক করতে হবে।
  4. সবগুলো টাইলস একই লেভেলে থাকবে।
  5. ফ্লোর লেভেল কে এক করতে হবে এবং প্রতি রুমে লেভেলিং পায়া দিয়ে ইন্ডিকেট করতে হবে।
  6. টাইলস ফ্লোরে (১:৪) ও দেয়ালে (১:৩) রেশিং তে করতে হবে।
  7. টালি/ টাইলস আগের দিন ভিজাতে হবে।
  8. টাইলস বিছানোর পর রাবার হাতুড়ি দিয়ে বসাতে হবে।
  9. গোলা আওয়াজ হলে বুঝতে হবে ভয়েড আছে।
  10. টাইলস লাগানোর পর সেগুলো পরিষ্কার করতে হবে।
  11. ২৪ ঘন্টা কিউরিং করতে হবে।
  12. ফ্লোর টাইলস এর আগে ওয়াল টাইলস লাগাতে হবে।
ধন্যবাদ।।।। পরবর্তী আপডেট সহজে পেতে আমাদের ব্লগ টিকে ইমেইল সাবস্ক্রিপশন করে রাখতে পারেন। 

1 comment:

  1. thanks,, ভাই টাইল কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরী করা হয়,, যানাবেন প্লিজ।। রুম এর টাইল এর হিসাব কি করে সহজে বের করা যায়,, বলবেন প্লিজ বড় ভাই

    ReplyDelete