বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আবাসন খাতের সমস্যা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তিনি বলেন, আবাসন এবং লিংকেজ শিল্প রক্ষায় সরকার কাজ করবে।
আজ বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট এ সেনামালঞ্চ কনভেনশন হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর উদ্যোগে এই দোয়া ও ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ইফতার মাহফিলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরন্নবী চৌধুরী, এমপি, ভাইস প্রেসিডেন্ট (এ্যাডমিন) প্রকৌশলী সরদার মো: আমিন, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা, প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কো চেয়ারম্যান কামাল মাহমুদ সহ রিহ্যাবের প্রায় এক হাজার সদস্য অংশগ্রহণ করেন।
নসরুল হামিদ বলেন, আবাসন খাতে নানাবিধ সমস্যা চলছে। ক্রেতাদের জন্য একটি তহবিল গঠনে সরকারের সাথে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
16 June 2016
আবাসন খাতের সমস্যা সমাধান করা হবে : বাণিজ্যমন্ত্রী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment