বিল্ডিং planning এ নিচের বিষয়গুলো মনে রাখতে হবে -
- জানালা ফ্লোর লেভেল থেকে ২-২.৫' উপরে থাকবে।
- কনসিল স্টপ কক ফলস সিলিং থেকে ৬" নিচে থাকবে।
- বিব কক ২৪-২৫" উপরে থাকবে।
- বদনার টেপ ১২-১৪" উপরে থাকবে।
- বেসিন ৩০-৩২" উপরে থাকবে।
- কমোড বাথরুমের ফ্লোর লেভেল থেকে ৪" উপরে থাকবে।
- বেসিন থেকে ৮-১০" উপরে সেলফ থাকবে এবং এর থেকে ৬" উপরে গ্লাস থাকবে।
- গ্লাস সাইজ (৩০-৩২") বা (২৮-"৩০") হবে
- সাবানের কেইস বেসিনের লেভেলে থাকতে হবে।
- ট য়লেট টিসু হোল্ডার হাই কমোড লেভেলে থাকবে।
জেনে রাখা ভাল-
Upvc- Un plasticsized polyvinal cloride.
PPR- Poly profile Rendom
CPVC- Clornated polyvinal cloride.
No comments:
Post a Comment