নিজস্ব প্রতিবেদক
----------------
-------------------------------
গত ১৯ শে মে অনুষ্ঠিত এবারের ডুয়েট ভর্তি পরীক্ষায় অপটিমাম কোচিং সেন্টার তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে। সর্বমোট ২৬৩ জন শিক্ষার্থী অত্র কোচিং সেন্টার থেকে চান্স পেয়েছে। যা মোট আসনের ৪৩.৮৩ শতাংশ।
বিভাগ ওয়ারি চান্স প্রাপ্তদের সংখ্যা :
CE- 52(120)
ME-68(120)
EEE-51(120)
CSE-48(120)
TE-16(60)
Arch-10(30)
IPE-18(30)
এ ব্যাপারে অপটিমাম কোচিং সেন্টারের পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে বলেন, প্রতিবছর আমাদের শিক্ষার্থীরাই প্রথমসারির স্থানগুলো অর্জন করছে। ব্যবসায়িক চিন্তা ভাবনার গন্ডি থেকে বেরিয়ে এসে সেবার মান, ছাত্র কল্যাণ ও পরিশ্রমের ফসল হিসাবে আমাদের এই সাফল্য। তিনি সবার কাছে"অপটিমাম কোচিং সেন্টার"এর দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, প্রতি বছরের মাঝামাঝি তে অনুষ্ঠিত এই পরীক্ষায় শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরা ই অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।।।
No comments:
Post a Comment