09 June 2016

রড ব্যবহারের ক্ষেত্রে করণীয় কয়েকটি পরামর্শ ।

১। রডকে কখনও
সরাসরি মাটিতে না রাখাই উত্তম

রডের নিচে অবশ্যই কাঠ, বাঁশ বা
অন্য কোন কিছু দিয়ে বেড
তৈরি করে নিন ।
২। বৃষ্টিতে ভিজে, এমন
স্থানে রড রাখবেন না ।
কারণ, বৃষ্টির সময়
কাদামাটি ছিটে গিয়ে রডের
গায়ে লাগে,
যা রডে মরিচা ধরায় ।
এছাড়া অতিরিক্ত ভিজলেও
রডের গায়ে মরিচা ধরে ।
৩। ঢালাই কাজে ব্যবহারের জন্য
রডকে অনেকদিন বেঁধে রাখবেন
না ।
এতে রড বাঁধাইয়ের
তারগুলি দুর্বল হয়ে পড়ে । যার
ফলে বিভিন্ন জায়গায়
বাঁধন খুলে গিয়ে কাজের ব্যাঘাত
ঘটায় ।
৪। ছাদ ঢালাইয়ের পর
উপরে আবার ছাদ দেয়ার জন্য
কলামে রড রেখে দেয়ার দরকার
হয় ।
যদি পরবর্তী ছাদ
নির্মাণে দীর্ঘদিন বিরতির
দরকার হয়,
তখন উচিত কলামের ঐ
বাড়তি অংশ
দুর্বল কংক্রিট দিয়ে ঢালাই
করে রেখে দেয়া ।
এতে একদিকে যেমন রড
মরিচা ধরার হাত
থেকে রক্ষা পায় ।
আবার পরবর্তীতে ছাদের কাজ
ধরার সময়
ঐ দুর্বল কংক্রিট
ভেঙ্গে ফেলতে সুবিধাও হয়
এবং কংক্রিট দুর্বল থাকার
কারণে ভাঙ্গার সময়
ছাদের নিচে থাকা প্রয়োজনীয়
কলামের
কোন রকম ক্ষতি হয় না ।
এছাড়া, রডকে মরিচা পড়ার হাত
থেকে রক্ষা করতে
রঙ করেও রাখতে পারেন
তবে ঢালাই করে রাখাই উত্তম।

No comments:

Post a Comment