বিল্ডিং এর ফিনিশিং কাজের অংশ হিসাবে পেইন্টিং করা হয়। পেইন্টিং সর্তকতার সাথে না করলে কতগুলো সমস্যা দেখা দিতে পারে, যেমন: পেইন্ট ডাম্প হওয়া, ঝরে পড়া, রং করার পর উঁচু নিচু দেখা যাওয়া ইত্যাদি। এই সমস্যাগুলো এড়ানোর নিচের নিয়মগুলো ফলো করে পেইন্ট করতে হবে।
জায়গা প্রস্তুতি :
40 No. পাথর দিয়ে ঘষে প্লাস্টার সারফেস ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।
পেইন্ট করার নিয়ম:
প্লাস্টিক পেইন্ট:
জায়গা প্রস্তুতি :
40 No. পাথর দিয়ে ঘষে প্লাস্টার সারফেস ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।
পেইন্ট করার নিয়ম:
প্লাস্টিক পেইন্ট:
- শুকনা ও পরিষ্কার জায়গার উপর রং করতে হবে।
- ভিজা জায়গায় পেইন্ট করা যাবে না।
- মিনিমাম ৪৫ দিন বয়সের ওয়ালের উপর পেইন্ট করতে হবে।
- রং অব্যশই রুলার বা ব্রাশ দিয়ে করতে হবে।
- প্রথমে ওয়াল বা সিলিং এ সিলার লাগাতে হবে।
- তার উপর টাচ পুটি করতে হবে।
- পেপার দিয়ে ঘষে প্রথমে পাতলা করে প্রথমে এক কোট রং করতে হবে।
- একদিন পর তার উপর পুনরায় টাচ পুটি করে পুনরায় রং করতে হবে। এভাবে তিন কোট রং করতে হবে।
- ফাইনাল কোট দেয়ার পূর্বে অবশ্যই লাইট দিয়ে সারফেস চেক করতে হবে।
- সারফেস অসমান হলে পুটি করে সমান করতে হবে।
- ফাইনাল কোট দেয়ার পর সারফেসের উপর দাগ বা গর্ত দেখা যাবে না।
Outside paint :
- রং করার সিস্টেম প্রায় এক
- সিলারের পরিবর্তে snowcem/ Durocem ব্যবহার করা হয়ে থাকে।
- রং ৩ কোট এর পরিবর্তে ২ কোট হয়ে থাকে।
- পুটি করার প্রয়োজন পড়ে না।
Enamel paint:
- Iron surface/ wooden surface এ ব্যবহার করা হয়ে থাকে।
- প্রথমে primer লাগাতে হবে। primer হিসাবে Red- oxide মারতে হবে।
আজ এই পর্যন্ত।।। কেমন হলো জানাবেন....
osadaron
ReplyDelete