23 June 2016

2012-13 সেশনের পদার্থবিদ্যার প্রশ্নপত্র (৪০ মার্কস)


  1. 10 N এর একটি বল  2 KG  ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে । যদি ৫ সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম হইতে ১২ সেকেন্ড পর কত দূরে যাবে?06
  2. একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ ৪৫০ মিটার এবং রেল লাইনের মধ্যবর্তী ডিসট্যান্স ১ মিটার।  প্রয়োজনীয় ঢালের জন্য৭৫ কিমি/ঘন্টা  বেগে চলন্ত রেলগাড়ির জন্য বাইরের রেললাইন ভিতরের রেল লাইন অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে?06
  3. একটি লিফটের ছাদ হতে একটি সরল দোলক ঝুলানো আছে।  লিফট চলার সময় এই দোলকের দোলনকাল লিফটের স্থির  অবস্থানের তুলনায় যদি অর্ধেক হয়, লিফটের ত্বরণের মান ও দিক নির্ণয় কর।06
  4. কাজ শক্তি উপপাদ্য বর্ণনা কর এবং উহা প্রমাণ কর।06
  5. 2*10^8 Nm-2  চাপে সিসার ঘনত্ব কত হবে? সীসার স্বাভাবিক ঘনত্ব   11.4 gm/cc  . এবং      সীসার আয়তন গুণাংক 80*10^10 Nm-2 ।06
  6. শ্রেণী ও সমান্তরাল সমবায়ে সংযুক্ত দুইটি পরিবাহীর তুল্য রোধ যথাক্রমে ৪০ ওহম ও ৭.৫ ওহম। প্রতিটি পরিবাহীর রোধ বের কর।06
  7. সঠিক উওরে টিক সাইন দাও - (1×4=4)
i.95 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে মুল তড়িৎ প্রবাহের ৫% চালনা করতে চাইলে গ্যালভানোমিটারে প্রান্ত দয়ের সাথে কত মানের সান্ট ব্যবহার করতে হবে?
 a.5 Ohm b.k ohm c.2 Ohm d. .2 Ohm

           ii.একজন ব্যক্তি ৫০সেমি নিকটের কোন কিছু পরিষ্কার দেখতে পান না।  তিনি  ২৫ সেমি ডিসট্যান্স এর কোন কিছু পরিষ্কার দেখতে চাইলে কত কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
a. + 2D b.+5D C. -.5D d.-0.2 D

           iii.1 rad/sec কৌণি ক বেগের মান ডিগ্রি তে কত হবে?
a.60 b.33 c.57.3 d.53.70
            iv. 10^ 8 N/ mm2 পীড়নের ফলে একটি তারের দৈঘ্য 10^-3 m বৃদ্ধি ঘটে। তারটির ইয়ং এর গুণাংক কত?
a. 10^5 n/m2
b.10^-11 n/m2
c.10^11 n/m2
d.10^-5 n/ m2

{ প্রশ্নের পাশে মার্ক দেওয়া হয়েছে}

No comments:

Post a Comment