- কলাম/রিটেইনিং ওয়াল/ শিয়ার ওয়ালের সাটারিং ৭২ ঘন্টা পর খুলতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ২৪ ঘন্টা পর সাটার খোলা যেতে পারে।
- বিমের পাশ ৭২ ঘন্টা পর খুলতে হবে এবং তলা ২৮ দিন পর খুলতে হবে।
- Span ছোট হলে ২১ দিন পর খোলা যেতে পারে।
- ছাদ খোলার সময় span এর মিডল থেকে চারদিকে সমান ডিন্সট্যান্স এ props গুলি খুলতে হবে। এমনি ভাবে বিমের পাশের props গুলি খুলতে হবে ।
- Cantiliver হলে ফ্রি অংশ থেকে আস্তে আস্তে props খুলতে খুলতে বিমের দিকে আস্তে হবে।
- ছাদ খোলার সময় সেফটি হিসাবে কলামের সাথে আনুভূমিক ভাবে বাঁশ বাঁধতে হবে, যাতে কোন অবস্থাতেই কাঠ, শীট বা props খুলে বিল্ডিং এর বাহিরে পরতে না পারে।
সামনে আরো নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব।ভাল থাকবেন সেই সময় পর্যন্ত....
কত বর্গফুটে কতগুলো props লাগবে ?
ReplyDelete4 sft 2 nos
ReplyDeleteছাদের কানিশের সাইজ 1ফিট কয় দিন পর খোলা যাবে বাহিরে সাইড নিচের সাইডের কাট
ReplyDeleteThe shutters are solid and safe. window treatments blinds and shades
ReplyDelete